অশ্রসিক্ত-১
লিখেছেন লিখেছেন Saidul Karim ১২ ডিসেম্বর, ২০১৫, ১০:০৫:২৮ রাত
প্রিয়া!
রাত অনেক গহীন।সবাই ঘুমিয়ে পড়েছে।আমি পড়ার টেবিলে বসে আছি নামকাওয়াস্তে।হৃদয় মাঝে বয়ে যাচ্ছে কাল বৈশাখীর অদৃশ্য ঝড়।অজানা,অচেনা কারণে বুকের ভেতর ব্যথায় কেমন যেন ছিন ছিন করছে। কাঁদতে চেয়েও পারিনি।অক্ষমতা যেন ঘিরে ধরেছে আমার চারদিক,আমার ভেতর,আমার বাহির।তবু মনের অলিতে-গলিতে চুপটি করে থাকা কথাগুলো তোমাকে লিখতে বসেছি।যেগুলো আমি বলতে চেয়েও তোমায় বলতে পারিনি।
কেমন আছ তুমি? ভাল করে পড়ছ তো? তোমাকে খুব বেশি মিস করছি। কতদিন দেখিনা তোমায়!খুব ইচ্ছে করছে তোমার হাত ধরে পাশে বসে দিগন্ত জুড়ে বিস্তৃত দুর নীলিমার রুপের মুগ্ধতায় হারিয়ে যেতে।কখনো কি সম্ভব? স্বপ্ন শুধু। স্বপ্নতে শুরু আর স্বপ্নতেই সমাধি।
আগে যদি জানতাম আমার ভালবাসার মানুষটির পাশেই আমার বসবাস তাহলে-তাকে মন ভরে দেখে নিতাম তার দৃষ্টির অন্তরালে।কিন্তু,সেদিন পাশাপাশি থেকেও মনের দূরত্বের কারণে কত যে অধরা ছিলাম।
লিখতে গিয়ে ভাবছি,আমার কথা শুনে আমাকে নিশ্চয় বোকা ভাববে।কেন ভাবছি জানো? অনেক মেয়েদের বলতে শুনেছি-ছেলেরা নাকি বড্ড বোকা! মেয়েদের সবকিছু অকপটে বলে ফেলে।তবে জানিনা,তারা কেন বলে।আর আমি বলছি- তোমাকে দৃঢ় বিশ্বাস করি এবং ভালবাসি বলে।যদি এতে আমাকে বোকাভাবো তাতে আমার কোনো দু:খ থাকবেনা।মনে প্রশ্ন জাগে-আজ আমাদের পরস্পর যে আস্থা, বিশ্বাস,ভালবাসাআছে তা কি শেষদিন পর্যন্ত অবশিষ্ট থাকবে? সহজ ভালবাসায় পরিতৃপ্ত হতে পারবনা বলে এ থেকে বিরত ছিলাম।কিন্তু,কখন যে তোমার মনের ফ্রেমে বন্ধি হলাম একটু বুঝে উটতে পারিনি।সত্যি,প্রেমের পাতা ফাঁদে কখন কে ধরা পড়ে কে জানে! মনে শংকা ছিলো,নিরবতার আড়ালে সুপ্ত প্রতিক্ষা এবং আত্মার আকুতি আমার প্রিয়তমা বুঝবে কি? তবে সেদিন তোমার কথা শুনার পর থেকে প্রতিনিয়ত শিহরিত হচ্ছি।যেদিন বলেছো-" তোমাকে কিভাবে ভালবাসতে হবে বলো,আমি তোমাকে তেমনি ভালবাসবো।" তুমি কি পারবে? অকৃত্রিম মমতা আর হৃদয়-মনন মিশ্রিত আদর দিতে!
জানি,তুমি একদিন মোটিয়ে যাবে আজকের মত হ্যান্ডসাম থাকবেনা।কিন্তু,সেদিনও আমি তোমাকে ভালবাসবো।কোনদিন যদি আমাদের মিলন হয় একই ছদের নিচে তবে বিয়ের আসর,কমিউনিটি,ক্লাব সবখানেই তোমার-আমার সমান অংশিদারিত্ব থাকবে।কে জানে,কোনো বসন্তে আমাদের ঘর বাঁধা হবে কি না! না হওয়াটা তোমার জন্য মঙ্গল।কেননা,আমি যে ওপরের লোক নয়!তাই তোমাকে দিতে না পারব ভরি ভরি অলংকার,না পারব আকাশচুম্বী বাড়ীতে রাখতে কিংবা দামি গাড়ীতে নিয়ে ঘুরতে।আমার বিক্ষীপ্ত কুড়ে ঘর তোমায় মানাবে না! খুব সম্ভব অচিরেই তোমার জীবনে আসবে সত্যিকার একজন শাহজাদা।যে তোমাকে হীরে আর জহরতে মুড়িয়ে রাখবে।তুমি অনেক সুখী হবে।অবাস্তব নয়! তখন আমি হবো অসীম সিন্ধুর মাঝে বিন্দু পরিমাণ জল আর মনের খেয়ালিপনা।সেদিনহয়তো বলবে-"সে আমায় ভীষণ বিরক্ত করত রে!"
আমার চোখে পানি কেন? আমি কি কাঁদছি? হয়তো।সকাল থেকে খুব জ্বর।মাথা ব্যথাও করছে।ইচ্ছে ছিলো আরও কিছু লিখব কিন্তু,হাত কাঁপছে। জীবনের প্রথম চিঠিখানি তোমাকে লিখলাম,জানিনা কতটুকু সফল।খাবারের প্রতি খেয়াল রেখো।প্রশান্ত মন,সুস্থ দেহে ভালো থেকো সবসময়।
ইতি:-
তোমার 'চোখের বালি', বাবু!
তা:২৭/১০/২০১৪
বিষয়: সাহিত্য
১৪৫৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন